।। নিজস্ব প্রতিবেদক, ২৭ ফেব্রুয়ারী ২০২৫।।
বান্দরবান জেলার তিন বক্সার পদক জিতেছে রাজশাহীতে বিকেএসপি বক্সিং প্রতিযোগীতায়। প্রদকপ্রাপ্ত বক্সাররা হলেন-নয়ন ত্রিপুরা (গোল্ড),অর্জন চাকমা (সিলভার) এবং উক্য হ্লা মারমা (ব্রোঞ্জ)। আজ বৃহস্পতিবার বিকালে রাজশাহীতে বিকেএসপি বক্সিং প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পদক বিতরণ করেন। এসময় বিকেএসপির পরিচালক কর্নেল মো: মাবুদ পিএসসি’সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানায়, দেশের ২১টি সংস্থা ক্লাবের শতাধিক বক্সারের অংশগ্রহণে বিকেএসপি আয়োজনে রাজশাহীতে জাতীয় বক্সিং প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীতায় আটটি ওজন শ্রেণীতে ৭৪টি বাউট খেলা হয়েছে। খেলায় ৬৪ কেজি খেলাতে রাজশাহীর বক্সার মারুফকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গোল্ড জিতেছে বান্দরবান জেলার বক্সার নয়ন ত্রিপুরা। অপরদিকে ৬০ কেজি খেলায় বিকেএসপির লাবিদের কাছে পরাজিত হয়ে সিলভার জিতেছে বক্সার অর্জন চাকমা। আর ৬৯ কেজিতে খুলনার বক্সার মেহেদীকে হারিয়ে সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ জিতেছে বক্সার উক্য হ্লা মারমা।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলার টিম ম্যানেজার ও জাতীয় বক্সিং কোচ মাহফুজুর রহমান বাচ্চু জানান, রাজশাহী বিকেএসপি অত্যাধুনিক বক্সিং রিঙে অনুষ্ঠিত প্রতিযোগীতায় বান্দরবান জেলার ৩ জন বক্সার পদক জিতেছেন। ক্রীড়া সংস্থার কোনো ধরনের অর্থনৈতিক সহযোগিতা ছাড়াই নিজস্ব অর্থায়নে ৭ জন বক্সার বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা টিমের হয়ে রাজশাহী বিকেএসপির বক্সিং প্রতিযোগীতায় নেয়। জাতীয় বক্সার কোচ আবু বক্কর ছিদ্দিক জেলা কোচের দায়িত্ব পালন করেন। জেলা ক্রীড়া সংস্থার সাহায্য সহযোগিতা ছাড়াই অবহেলিত বান্দরবান জেলার বক্সারদের এই সাফল্য সত্যিই প্রশংসনীয়। এটি বান্দরবানবাসীর জন্য গর্বের। জেলাবাসীর জন্য সম্মান অর্জন করে নিলেও বক্সারদের উন্নয়নে ভূমিকা নেই সংশ্লিষ্টদের।
Previous Articleবৃক্ষের সুরক্ষায় মাসব্যাপী পেরেক অপসারণ কর্মসূচি
Next Article ফের কমলো সোনার দাম
Related Posts
Add A Comment
