।। বিনোদন ডেস্ক।।
আমেরিকান ব্যবসায়ী টোনি বাগকে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। টাইমস অফ ইন্ডিয়ার দাবি করছে, আরও সপ্তাহখানেক আগে ক্যালিফোর্নিয়ার বেভারি হিলসের একটি বিলাসবহুল হোটেলে বসে তাদের বিয়ের আসর। খুবই ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে বিয়ে সারেন তারা। বর্তমানে স্বামীকে নিয়ে হানিমুন উদযাপনে ব্যস্ত তিনি। নার্গিস ফাখরি তার ইনস্টাগ্রামে সুইজারল্যান্ড থেকে হানিমুনের ছবি শেয়ার করেছেন এবং টনির পোস্ট করা স্টোরিগুলোও শেয়ার করেছেন। এতে নিশ্চিত হওয়া যায়, তারা একসঙ্গেই রয়েছেন এবং একান্ত সময় কাটাচ্ছেন। নার্গিসের পোস্ট করা একটি ছবিতে তার বিয়ের আংটির এক ঝলক দেখা যায়, যখন তিনি তার স্বামী টনির সাথে একটি সুইমিং পুলে বিশ্রাম নিচ্ছেন। নার্গিস এবং টনি প্রায় তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন। ধারণা করা হয়, কাশ্মীরে জন্মগ্রহণকারী টনি বেগের সঙ্গে তার ডেটিং শুরু হয় ২০২১ সালের শেষের দিকে। সম্প্রতি দুবাই বেড়াতে গিয়েছিলেন তারা। টনি সেই সময় তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিও শেয়ার করেছেন, যেখানে নার্গিসকেও দেখা গেছে।
‘রকস্টার’ এবং ‘ম্যাড্রাস কাফে’র মতো সিনেমার মাধ্যমে পরিচিতি পান নার্গিস ফাখরি। কিন্তু ইন্ডাস্ট্রিজের সঙ্গে অভিনেত্রীর দূরত্ব বেড়েছে অনেকদিন ধরেই। পাড়ি দিয়েছেন মার্কিন মুলুকে। একটা সময় রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তার। তারপর প্রায় পাঁচ বছর উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই সময় যদিও সম্পর্কের কথা স্বীকার করেননি তিনি। পরে প্রেম ভাঙার পর সম্পর্কের কথা স্বীকার করেন নার্গিস। বলা বাহুল্য, বহুবার মন ভেঙেছে তার! এবার বিয়ে করে সংসারী হলেন নার্গিস।
গোপনে বিয়ে করলেন নার্গিস ফাখরি, পাত্র কে?
Previous Articleসুহানার নাম মান্নাত রাখতে চেয়েছিলেন শাহরুখ
Next Article আরাকান আর্মির কাছে জিম্মি ২৯ জেলেকে ফেরত আনল বিজিবি
Related Posts
Add A Comment
