।। ডেস্ক রিপোর্ট, ২৭ ফেব্রুয়ারী ২০২৫।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আগামীকাল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। এ দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। নতুন দলের নেতাদের সূত্রে এ তথ্য জানা গেছে।ৈ ন্যদিকে আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সারজিস আলম তাঁর ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য জানান।
জানা গেছে, তরুণদের এ রাজনৈতিক দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। এ ছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়। সেখানে এসব সিদ্ধান্ত হয়। আগামীকাল বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে।
Previous Articleআরাকান আর্মির কাছে জিম্মি ২৯ জেলেকে ফেরত আনল বিজিবি
Next Article ভয়ঙ্কর রোমাঞ্চকর দেবতাখুমের পথে পথে রহস্য
Related Posts
Add A Comment
