।। খাগড়াছড়ি প্রতিবেদক, ২৭ ফেব্রুয়ারী ২০২৫।।
খাগড়াছড়িতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে চার দিনে গ্রেপ্তার হলেন ৫৮ জন। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
গ্রেফতারকৃতরা হলেন- গুইমারা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. মহসিন প্রকাশ হৃদয়, আওয়ামী লীগ নেতা মো. মহব্বত আলী শেখ, মানিকছড়ি উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম, খাগড়াছড়ি পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাহাবুল ইসলাম রাহুল, ছাত্রলীগ কর্মী মো. বেলাল হোসেন, আরিফুল ইসলাম, মহালছড়ি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মোহাম্মদ লাল মিয়া, পানছড়ি উপজেলা যুবলীগের নেতা মো. আক্তার হোসেন, মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা লীগের সাধারণ সম্পাদক জাফর উল্যাহ, ছাত্রলীগ নেতা মো. রাসেল এবং দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কবীর হোসেন।
পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। অপারেশন ডেভিল হান্ট অভিযান অব্যাহত থাকবে।
Previous Articleভয়ঙ্কর রোমাঞ্চকর দেবতাখুমের পথে পথে রহস্য
Next Article সৌদিতে চাঁদ দেখা গেছে, শনিবার রোজা শুরু
Related Posts
Add A Comment
