সোদিআরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে সিয়াম সাধনা শুরু হবে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। সৌদি আরবের অনলাইন সংবাদমাধ্যম হারামাইন এক্সে (সাবেক টুইটার) এক পোষ্টে জানিয়েছে, সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে। অতএব, হিজরি ১৪৪৬ সালের রমজান মাস আজ রাত থেকেই শুরু হচ্ছে।
আল্লাহ আমাদের সিয়াম, কিয়াম ও ইবাদত কবুল করুন এবং এই বরকতময় মাসের প্রতিটি মুহূর্ত সঠিক কাজে ব্যয় করার তৌফিক দান করুন। আমীন।
অপরদিকে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল শনিবার (১ মার্চ) সন্ধ্যা ছয়টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে, তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
সৌদিতে চাঁদ দেখা গেছে, শনিবার রোজা শুরু
Next Article জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব অখতার
Related Posts
Add A Comment
