প্রলাপ
…আমিনুর রহমান প্রামাণিক
সমুদ্র বহুদূর
গর্জন শুনি তারও
সাহারা হৃদয়পুর
দাও কিছু আরও
নিছক মানুষ আমি অপারগ নাগরিক
দর্শক হয়ে বাঁচি সাদাসিধা ধার্মিক।
পুরনো রোদ্দুর
আঁচ আঁকা প্রান্তর
হারানো মধুপুর
বিলবোর্ডে সুখবর
কালের যাত্রা বলে হামবরি ভাবসাব
লিখেছি হৃদয়নামা রকমারি প্রস্তাব।
মেনেছি হিসাব
অভিনব শৌর্যের
সস্তা নেকাব
কিনেছি আদর্শের
অকাতরে বলি হওয়া নয় এক বিন্দু
পুষে রাখি ভুলে ভরা বিষাদ সিন্ধু।
