।। নিজস্ব প্রতিবেদক্।
বান্দরবানে এপেক্স ক্লাবের উদ্যোগে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী শুরু হয়েছে। রোববার কর্মসূচীর উদ্ধোধন করেন এপেক্স বাংলাদেশের আইপি এনএসডি নুরুল আমিন চৌধুরী আরমান। এসময় অন্যদের মধ্যে এপেক্স ক্লাব অব বান্দরবানের প্রেসিডেন্ট এপে.নিনিপ্রু,পিডিজি-৩ এপে. কামাল পাশা, এসভিপি এপে. ইনজিনিয়ার রুইপ্রঅং মার্মা,পিপি এপে:মোজাম্মেল হক প্রমুখ। কর্মসূচীর প্রথমদিনে বান্দরবান পৌরসভা মিলনায়তনে সদর উপজেলার অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রি প্যাকেট বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে সেমাই, চিনি, ছোলা, ঢাল,পিয়াজ-রসুন, সয়াবিন তৈল, মুড়ি, আলু ও খেজুর রয়েছে।
কর্মসূচীতে এপেক্সসিয়ান নুরুল আমিন চৌধুরী আরমান বলেন, সমাজের হতদরিদ্র অসংখ্য মানুষ রয়েছে, যারা ঠিকমত সেহেরী ও ইফতার খেতে পারেনা। মানুষের কষ্টের সময় এপেক্স ক্লাব অব বান্দরবান ইফতার সামগ্রির উপহার নিয়ে মানুষের পাশে দাড়িয়েছেন। এপেক্স ক্লাবের কর্মসূচী মাসব্যাপী চলবে জেলায়। এপেক্স ক্লাব সেবামূলক স্বেচ্ছাসেবী একটি সংগঠন, যারা সারাবিশ্বে আত্মমানবতার সেবায় কাজ করে।
এপেক্স ক্লাব বান্দরবানের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
Previous Articleইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, খাগড়াছড়িতে নারীর মৃত্যু
Next Article অস্কারের আসরে ইতিহাস গড়েছে ব্রাজিল
Related Posts
Add A Comment
