অস্কারের আসরে ইতিহাস গড়েছে ব্রাজিল। সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের পুরস্কার জিতলো ব্রাজিলের সিনেমা ‘আই অ্যাম স্টিল হিয়ার’। এরমধ্য দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে জয়ী হওয়ার গৌরব অর্জন করলো দেশটি।
ওয়াল্টার সালেস পরিচালিত এই হৃদয়স্পর্শী নাট্যচিত্রটি ইউনিস পাইভারের বাস্তব জীবনের গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে।সিনেমাটির গল্প সত্তর দশকে লাতিন আমেরিকার দেশটিতে সামরিক স্বৈরশাসনের মধ্যে স্বামীকে তুলে নিয়ে যাওয়া একজন নারীর সংগ্রামকে কেন্দ্র করে।
সিনেমাটিতে দেখা যায়, ১৯৭১ সালে ব্রাজিলের সামরিক একনায়কতন্ত্রের সময় স্বামীকে জোরপূর্বক নিখোঁজ করার ঘটনায় পাঁচ সন্তান নিয়ে অথৈ সাগরে পড়েন ইউনিস পাইবা নামের এক নারী। স্বামীর অন্তর্ধানের সত্য উন্মোচন ও জীবনকে নতুনভাবে গড়তে সংগ্রাম করেন তিনি। সেই সত্যি গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।
ইউনিস পাইবা চরিত্রে অভিনয়ের জন্য এবারের অস্কারে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন ব্রাজিলিয়ান অভিনেত্রী ফার্নান্দা তোরেস। এছাড়া সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছে ‘আই অ্যাম স্টিল হিয়ার’। এবারই প্রথম পর্তুগিজ ভাষার সংলাপ নিয়ে নির্মিত ব্রাজিলিয়ান সিনেমা অস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার সেরা চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছে। সম্প্রতি সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে, বিশেষ করে অস্কারে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে চমকপ্রদ মনোনয়ন পাওয়ার পর।
Previous Articleএপেক্স ক্লাব বান্দরবানের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
Next Article অস্কারে ৫টি পুরস্কার জিতে ইতিহাস গড়লো ‘আনোরা
Related Posts
Add A Comment
