।। রাঙামাটি প্রতিবেদক, ৪ মার্চ ২০২৫।।
রাঙামাটি জেলার লংগদু উপজেলার ঝর্নাটিলা এলাকায় গলায় মাটির বস্তা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম সাদ্দাম (৩০)। সোমবার বিকালে খবর পেয়ে লংগদু সদর ইউনিয়নের ঝর্ণাটিলা এলাকার নদী থেকে এই লাশ উদ্ধার করেছে পুলিশ।
সংশ্লিষ্টরা জানায়, লংগদু সদর ইউনিয়নের ঝর্ণা টিলার হানিফ ও মমতাজ দম্পতির পুত্র নিহত সাদ্দাম (৩০)। মাছ ধরতে সকালে বাড়ি থেকে বেরুনোর পর দুপুরে কাপ্তাইলেকে জালের নৌকাটি শূন্য ভাসতে দেখে পরিবারের লোকজন। অনেক খোজাখুজির পর না পেলে পরিবারের লোকজন পুলিশকে খবর দেন।
নিহতের ছোটভাই মোস্তাফিজ বলেন, আমার বড়ভাই ভোররাতে মাছ ধরতে বাসা থেকে বের হয়েছিল। দুপরের সবার বড়ভাই মাছ ধরে বাসায় ফেরার সময়ে মেজো ভাইয়ের নৌকাটি নদীর মাঝখানে ভাসতে দেখে। বাড়িতে এসে ভাই মা’কে জিজ্ঞেস করে সাদ্দাম কোথায় তার নৌকাতো নদীতে ভাসছে। তখন আমি আর আমার বাবা নদীতে গিয়ে দেখি নৌকা খালের মাঝখানে লংকরে আটকানো। তখন আমাদের সন্দেহ হলে আমরা স্থানীয়দের সহযোগিতায় জাল ফেলে এবং অক্সিজেন দিয়ে তাকে খোঁজাখুঁজি করি এক পর্যায়ে ঘন্টা খানেক খেজার পর কেচকি জাল এবং অক্সিজেনের সাহায্যে তার মৃতদেহ উদ্ধার করি। পরিবারের ধারণা স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির পর মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিল সাদ্দাম, মানষিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণটা জানা যাবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে লংগদু থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ।
রাঙামাটিতে মাটির বস্তা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার
Previous Articleটি-টোয়েন্টিতে জায়গা হারালেন রিজওয়ান-বাবর, ওয়ানডেতে নেই আফ্রিদি
Next Article শুভকামনায় ভাসছেন কিয়ারা-সিদ্ধার্থ
Related Posts
Add A Comment
