।। বিনোদন ডেস্ক্।।
মেহজাবীন চৌধুরী ও প্রযোজক-পরিচালক আদনান আল রাজীবের প্রায় ১৩ বছরের প্রেমের সম্পর্ক পরিণতি পায় ১৪ ফেব্রুয়ারি। এদিন তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ যেন দীর্ঘ অপেক্ষার পর সুখের নীড় গড়া। ২০১২ সাল থেকে এই যুগলের প্রেমের শুরু। গতমাসের ২৪ ফেব্রুয়ারি ঢাকার অদূরে সাভারের একটি রিসোর্টে দুজনের ‘বিবাহোত্তর সংবর্ধনা’ হয়। এ অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে এলেও আকদের ছবি সামনে আনেননি মেহজাবীন। গতমাসের ২৮ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আকদের সেদিনের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। একইসঙ্গে জানিয়েছেন, মায়ের বিয়ের শাড়িতেই বিয়ে সেরেছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেহজাবীন লিখেছেন, ‘আমাদের আকদ হয় ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসার দিনে; আদনান এবং আমি আমাদের পরিবারের সদস্যদের ও কাছের মানুষের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হলাম। আমাদের জীবনের একটি বিশেষ দিন ছিল এটি, যা আরও অর্থবহ হয়ে উঠেছিল আমাদের প্রিয় মানুষদের উপস্থিতিতে।
মায়ের আকদের শাড়ি পরা নিয়ে অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমার মা তার আকদের দিনে যে শাড়িটি পরেছিলেন, সেই শাড়িটিই আমাকে উপহার দিয়েছেন। আমার বিশেষ দিনে সেই শাড়িটি পরতে পারা ছিল মায়ের কাছ থেকে পাওয়া সবচেয়ে সুন্দর উপহার।
মেহজাবীন ও আদনানের প্রেম শোবিজ অঙ্গনে অনেকটা ‘ওপেন সিক্রেট’ ছিল। ২০১৯ সালেও রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক পাতায় ভাইরাল হয়। তখন থেকেই তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা সরাসরি প্রকাশ্যে আসে।
মেহজাবীন ও আদনানের প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। অন্তর্জালে দু‘জনের খুনসুটি সেই গুঞ্জন শুধু উসকে দিয়েছে এত দিন। শোবিজ পাড়ায় কান পাতলেই শোনা যেত, নির্মাতা-অভিনেত্রী জুটি আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরীর সম্পর্ক প্রেমে থেমে নেই, গড়িয়েছে বিয়েতেও। এসব নিয়ে যখন আলোচনা হচ্ছিল, তখনই তাঁরা নিজেদের সম্পর্কের ইঙ্গিত দেন। অবশেষে গুঞ্জনই সত্যি হলো।
Previous Articleশুভকামনায় ভাসছেন কিয়ারা-সিদ্ধার্থ
Next Article প্রাকৃতিক যেই খাবারে শরীরের ব্যথা কমায়
Related Posts
Add A Comment
