।। ডেস্ক রিপোর্ট, ৫ মার্চ ২০২৫।।
দীর্ঘ চার বছরের চেষ্টায় আরসি বিমান তৈরি করে চমকে দিয়েছেন মানিকগঞ্জের শিবালয়ের জাফরগঞ্জ এলাকার জুলহাস মোল্লা। বাংলাদেশী এই যুবক পানির পাম্প, টেম্পুর চাকা দিয়ে নিজে বিমান বানিয়ে নিজেই আকাশে উড়ে সাড়া ফেলেছেন দেশজুড়ে। তার বিমান উড্ডয়ন দেখতে যমুনার তীরে ভিড় করেছেন বিভিন্ন এলাকা থেকে আসা নানা বয়সী শতশত মানুষ। গতমঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার উপস্থিতিতে বিমানটি সফলভাবে উড্ডয়ন করেন জুলহাস।
জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় বাড়ি হলেও নদীভাঙনের কারণে বর্তমানে শিবালয় উপজেলার ষাইটগর তেওতায় পরিবারসহ বসবাস করছেন জুলহাস। তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা জিয়নপুর বিকেএস উচ্চ বিদ্যালয় থেকে থেকে ২০১৪ সালে এসএসসি পাস করেন। অর্থনৈতিক সংকটে পড়তে লেখাপড়া চালিয়ে যেতে পারেননি। পরে ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ শুরু করেন।
উদ্ভাবক জুলহাস জানান, এর আগে কয়েকটি তৈরি করলেও সফলতা পাননি। অতঃপর এই বিমানটি তৈরি করে দেশের মধ্যে তিনিই প্রথম সফলভাবে উড়িয়েছেন। বিমানটি তৈরি করতে দেশীয় প্রযুক্তি পানির পাম্প, টেম্পুর চাকাসহ অন্যান্য দেশীয় যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে।
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা জানান, জুলহাসের গবেষণা কাজে সরকার সহযোগিতা করবে। প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাকে উৎসাহ দেয়া হয়েছে।
এদিকে নিজের তৈরি বিমানে আকাশে উড়া মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকার তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকায় গিয়ে জুলহাস মোল্লার হাতে ৫০ হাজার টাকা তুলে দেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা ও ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
নিজের তৈরি বিমানে আকাশে উড়লেন মানিকগঞ্জের জুলহাস
Previous Articleপ্রাকৃতিক যেই খাবারে শরীরের ব্যথা কমায়
Related Posts
Add A Comment
