।। নিজস্ব প্রতিবেদক, ৬ মার্চ ২০২৫।।
লামা উপজেলার ফাইতং ইউনিয়নে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের অপরাধে এফএসি ইটভাটাকে ৭ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় আঠারো শত ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করেন। এসময় অন্যদের মধ্যে অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেব, বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম’সহ লামা বন বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।
সংশ্লিষ্টরা জানায়, উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে ফাইতং ইউনিয়নের বদরটিলা এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে ইটের ভাটা স্থাপন করেছে এফএসি ব্রিককের মালিক ফরিদুল আলম। খবর পেয়ে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের অপরাধে এফএসি ব্রিকস মালিককে ৭ লক্ষ টাকা ্এবং অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে বন আইনে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ১৮শত ঘনফুট কাঠ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়াও আরও দুইটি ইটভাটার চুল্লিতে পানি দিয়ে আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেন ভ্রাম্যমান আদালত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, পাহাড় কাটা এবং অবৈধ ইটভাটা স্থাপন বন্ধে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে। ফাইতং ইউনিয়নে অবৈধভাবে গড়ে উঠা সবগুলো ইটের ভাটায় বন্ধ করে দেয়া হবে।
Previous Articleপথচারীদের মাঝে বান্দরবানে বিএনপির ইফতার বিতরণ
Next Article উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ বিএনপি বিদ্বেষী : রিজভী
Related Posts
Add A Comment
