।। রাঙামাটি প্রতিবেদক, ৮ মার্চ ২০২৫।।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা সন্তু বলেছেন, পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হলে নারী-পুরুষের বৈষম্য দূর হবে না। পার্বত্য চট্টগ্রামের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার জন্য নারীর ভূমিকা ছিল অনন্য। তাই নারী অধিকার প্রতিষ্ঠার জন্য সমাজব্যবস্থার পরিবর্তন প্রয়োজন।
আজ শনিবার রাঙামাটিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সন্তু লারমা। শহরের স্থানীয় উন্নয়ন সংস্থা আশিকা হলরুমে জনসংহতি সমিতির (জেএসএস) সহযোগী সংগঠন মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে আয়োজিত হয় এ সভা। এতে সভাপতিত্ব করেন মহিলা সমিতির সভাপতি রিতা চাকমা। বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য রাঙাবী তঞ্চঙ্গ্যা, পরিষদ সদস্য নাইউপ্র মারমা মেরী, আইনজীবী সুস্মিতা চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি ভবতোষ চাকমা, বরকল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিধান চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা প্রমুখ। আলোচনা সভায় সন্তু লারমা আরও বলেন, সমাজব্যবস্থার আমূল পরিবর্তন না হলে নারীর অধিকার ও মর্যাদার পথ সুগম হতে পারে না। বিপ্লবের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে সমাজব্যবস্থা পরিবর্তন না হলে নারী অধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
পার্বত্য চুক্তি বাস্তবায়ন ছাড়া পাহাড়ে নারী-পুরুষের বৈষম্য দূর করা সম্ভব নয়: সন্তু লারমা
Previous Articleআন্তজার্তিক নারী দিবস পালিত
Related Posts
Add A Comment
