।। খাগড়াছড়ি প্রতিবেদক, ৮ মার্চ ২০২৫্।।
খাগড়াছড়িতে বাড়ির উঠানে বালুর স্তূপে পড়ে থাকা এক গৃহকর্মী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহকর্মীর নাম থৈঅংপ্রু মারমা। সে গুইমারা উপজেলার দেওয়ানপাড়ার থঅংগ্য মারমার ছেলে। আজ শনিবার সন্ধ্যার পর শহরের অপর্ণা চৌধুরী পাড়া থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
সংশ্লিষ্টরা জানায়, খাগড়াছড়ি জেলা শহরের অপর্ণা চৌধুরী পাড়ার বাসিন্দার মাসিনু মারমার বাড়িতে গৃহকর্মীর কাজ করত নিহত গৃহকর্মী। বাড়ির মালিক মাসিনু মারমা সকালে সাড়ে এগারোটার দিকে গৃহকর্মী ঘরে রেখে বাইরে যান। ঘণ্টাখানেক পরে ফিরে এসে গেইট খোলার জন্য ডাকাডাকি করেও সাড়া না দেয়ায় স্থানীয় প্রতিবেশীদের সঙ্গে নিয়ে গেইট খুলে ভিতরে যান। এসময় বাড়ির উঠানে বালুর স্তূপে পড়েছিল শিশু গৃহকর্মীর লাশ। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, আমরা শিশুটির মৃত্যুর রহস্য উন্মোচনের চেষ্টা করছি। কীভাবে শিশুটির মৃত্যু হল তা বুঝে উঠতে পারছি না। অভিভাবকদের সঙ্গে কথা বলছি, তারাও বিশেষ কিছু জানাতে পারেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছ। শিশুটি লাশটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
Next Article রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১
Related Posts
Add A Comment
