।। ডেস্ক রিপোর্ট, ৮ মার্চ ২০২৫।।
ইউক্রেনে পূর্ব ডোনেটস্ক অঞ্চলের ডোব্রোপিলিয়ার কেন্দ্রস্থলে গতকাল শুক্রবার (৭ মার্চ) গভীর রাতে রাশিয়ার পৃথক দুটি হামলায় ১১ জন নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে আরও ৩০ জন। এ ছাড়া বোগোদুখিভ শহরে ড্রোন হামলায় তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছে।
আজ শনিবার (৮ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।
যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যকার আলোচনার আগে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে আরও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন।
পূর্ব খারকিভ অঞ্চলের সামরিক প্রধান ওলেগ সিনেগুবভ জানিয়েছেন, শনিবার ভোরে বোগোদুখিভ শহরে ড্রোন হামলায় তিনজন নিহত ও সাতজন আহত হয়।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া বোগোদুখিভ লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র এবং ১৪৫টি ড্রোন নিক্ষেপ করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপের হুমকি দেওয়ার পরপরই রাতারাতি বিমান হামলা চালানো হয়। তবে ট্রাম্প বলেছেন, তিন বছর ধরে চলমান যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টায় কিয়েভের চেয়ে মস্কোর সাথে কাজ করা সহজ হতে পারে।
এ হামলার পর জেলেনস্কি সোশ্যাল মিডিয়া চ্যানেল টেলিগ্রামে লিখেছেন, এই ধরনের হামলা প্রমাণ করে যে রাশিয়ার লক্ষ্য অপরিবর্তিত। তারা যুদ্ধ বিরতি চায় না। অতএব, জীবন রক্ষায় আমাদের বিমান প্রতিরক্ষাবাহিনীকে আরও শক্তিশালী করতে হবে। এ ছাড়া রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বৃদ্ধি করতে হবে।
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ১৪
Previous Articleরোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১
Related Posts
Add A Comment
