।। ডেস্ক রিপোর্ট।।
গাজায় আটক জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে চূড়ান্ত পরিণতির হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক দীর্ঘ স্ট্যাটাসে ট্রাম্প লেখেন, ‘আমি ইসরায়েলকে যা যা প্রয়োজন, সবকিছু পাঠাচ্ছি যাতে তারা কাজ শেষ করতে পারে। যদি আমার কথা না মানো, তাহলে একজন হামাস সদস্যও নিরাপদ থাকবে না।
এই হুমকি এমন এক সময়ে এলো যখন হোয়াইট হাউস নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে জিম্মিদের মুক্তির বিষয়ে সরাসরি আলোচনায় রয়েছে।
ওয়াশিংটন এতদিন হামাসের সঙ্গে সরাসরি যোগাযোগ এড়িয়ে চলছিল, কারণ মার্কিন নীতিতে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা নিষিদ্ধ।
ট্রাম্প তার স্ট্যাটাসে জানান, যদি জিম্মিদের মুক্তি না দেওয়া হয়, তাহলে ‘ভয়ানক পরিণতি’ অপেক্ষা করছে। তবে তিনি ইসরায়েলকে ঠিক কী ধরনের সহায়তা দিচ্ছেন, তা স্পষ্ট করেননি। ট্রাম্প যোগ করেন, ‘সব বন্দিদের এখনই মুক্তি দাও, দেরি নয় এবং যাদের হত্যা করেছ, তাদের মরদেহ ফেরত দাও—নইলে এটা তোমাদের জন্য শেষ!
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘হামাসের নেতৃত্বকে বলছি, গাজা ছেড়ে যাওয়ার এখনই সময়, যতক্ষণ তোমাদের সুযোগ আছে।’
এ ছাড়া ট্রাম্প গাজার সাধারণ জনগণকেও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘গাজার জনগণের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, তবে তা কেবল তখনই সম্ভব, যদি তোমরা জিম্মিদের আটকে না রাখো। যদি রাখো, তাহলে তোমাদের অস্তিত্ব থাকবে না!’
এর আগেও ট্রাম্প হামাসকে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। গত ডিসেম্বরেও তিনি বলেছিলেন, যদি তার দায়িত্ব গ্রহণের আগেই বন্দিদের মুক্তি না দেওয়া হয়, তবে ‘ভয়ানক পরিস্থিতির’ মুখোমুখি হতে হবে।
এদিকে, হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট নিশ্চিত করেছেন, জিম্মিদের মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করছে। তিনি জানান, এই আলোচনার আগে ইসরায়েলের সঙ্গে পরামর্শ করা হয়েছে
সব জিম্মিকে মুক্তি না দিলে পরিণতি ভয়ানক হবে, হামাসকে ট্রাম্পের হুঁশিয়ারি
Previous Articleইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ১৪
Next Article ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাবিতে বিক্ষোভ
Related Posts
Add A Comment
