।। নিজস্ব প্রতিবেদক, ৯ মার্চ ২০২৫।।
বান্দরবানে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম রাশেদুল ইসলাম। আজ রোববার সন্ধ্যার আগমুহুতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বান্দরবান সদর উপজেলার কেরানীহাট-বান্দরবান মহাসড়কের মাঝেরপাড়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিকে আসা ঔষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হয়৷ এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাশেদুল ইসলামের মৃত্যু হয়। সে বান্দরবান বাজারের চাউল ব্যবসায়ী মো: ওসমানের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করেছে। মাঝেরপাড়ার বাসিন্দার মো: নাছির বলেন, নিহত যুবক মোটরসাইকেল যোগে কেরানীহাট থেকে বান্দরবান ফিরছিল এবং বিপরীতে একটি কাভার্ড ভ্যান বান্দরবান থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। মাঝেরপাড়া মোড়ে দুটি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কেরানীহাট হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তারে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, ওষুধ কোম্পানীর কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। এতে এক যুবকের মৃত্যু হয়েছে। লাশটি পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
Previous Articleধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাবিতে বিক্ষোভ
Next Article শিশু ধর্ষণের দায়ে বান্দরবানে ৪ যুবকের যাবজ্জীবন
Related Posts
Add A Comment
