।। নিজস্ব প্রতিবেদক, ১২ মার্চ ২০২৫।।
বান্দরবান জেলর লামা উপজেলায় স্বামীর সহায়তায় স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। পর্যটন স্পট মিরিঞ্জা ভ্যালীতে অবস্থিত মিরিঞ্জা ভ্যালী ও মিরিঞ্জা ভ্যালী এগেইন নামক দুটি রিসোর্টে স্বামীর সহায়তায় স্ত্রীকে ৬ জন মিলে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভিকটিম নিজেই বাদী হয়ে লামা থানায় মামলা দায়ের করেছে।
আজ বুধবার (১২ মার্চ) ধর্ষণের শিকার ওই নারীর দায়েরকৃত এজাহারের পর পুলিশ ওই নারীর স্বামী রুবেল (৩২) ও তার বন্ধু সাগর (৩০) কে গ্রেফতার করেছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, লামা উপজেলান মিরিঞ্জা পর্যটন এলাকায় অবস্থিত রিসোর্ট মিরিঞ্জা ভ্যালীর নাইট গার্ড লামা পৌরসভার মধুঝিরি এলাকার আবুল কাশেম (বোবা) এর ছেলে রুবেল (৩২) তার ২য় স্ত্রী কে নিয়ে গত শনিবার রিসোর্টে যায়। সেখানে ওই নারীকে ভয়-ভীতি দেখিয়ে চারদিন রেখে ছয়জনে মিলে পালাক্রমে ধর্ষণ করে। গত মঙ্গলবার দুপুরে ধর্ষণের শিকার নারী রিসোর্ট থেকে পালিয়ে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা গ্রহণ করেন।
প্রাথমিক চিকিৎসার পর ঐ নারী থানায় গমন করে পুলিশের নিকট পুরো ঘটনা বর্ণনা করে। এই ঘটনায় চারজনকে এজাহার নামীয় ও দুইজনকে অজ্ঞাতনামা আসামী করে ধর্ষণের শিকার নারী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩)/৩০ ধারায় মামলা দায়ের করেছে। মামলার অন্য আসামীরা হল, লামা পৌরসভার মধুঝিরি এলাকার দানু মিয়ার ছেলে জহির (৪০) ও লাইনঝিরি এলাকার কবিরের ছেলে মামুন (২৮)। এছাড়া মামলায় অজ্ঞাতনামা দুইজনকে আসামী করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আব্দুল করিম জানান, লামায় মিরিঞ্জা পর্যটন এলাকায় দুটি রিসোর্টে স্বামীর সহায়তায় এক নারীকে ছয়জনে গণধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ঔ মামলায় দুই জন অভিযুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
স্বামীর সহায়তায় স্ত্রীকে গণধর্ষণে গ্রেফতার
Previous Articleলেডি সুপারস্টার’ তকমা প্রত্যাখ্যান নয়নতারার
Related Posts
Add A Comment