।। নিজস্ব প্রতিবেদক, ১৬ মার্চ ২০২৫।।
বান্দরবানে হোটেল ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা শহরের হোটেল গ্র্যান্ডভ্যালী মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত করান বান্দরবান জজকোর্ট মসজিদের খবিত মাওলানা মুজিবুল হক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে হোটেল ওনার্স এসোসিয়েশনের উপদেষ্টা লুসাই মং, বান্দরবান হোটেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচচু, জীপ মাইক্রো মালিক সমিতির সভাপতি নাছিরুল আলম, শিক্ষক আবুল বশর ছিদ্দিকী, পাক্ষিক বান্দরবান পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক লিটন, দেশটিভির জেলা প্রতিনিধি আবুল বশর নয়ন, হোটেল ওনার্স এসোসিয়েশনের সহ-সা্ংগঠনিক সম্পাদক দারুদছালাম মনির, অর্থ সম্পাদক বিশ্বজিত বাপ্পা’সহ আবাসিক হোটেলগুলোর মালিক-কর্মচারী, জেলা সদরে কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকরা অংশ নেয়।
অনুষ্ঠানে হোটেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, হোটেল ওনার্স এসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিবছরই রমজানে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। আগামীতে এ ধারা অব্যাহত রাখা হবে। তিনি বলেন, পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকালে স্থানীয় গনমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। সাংবাদিকদের প্রতি আমরা সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞ জানাচ্ছি।
Previous Articleইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ১
Related Posts
Add A Comment
