। নিজস্ব প্রতিবেদক,২৬ মার্চ ২০২৫।।
বান্দরবানে বৈষম্য বিরোধী ছাত্রদের ওপরে হামলা- নাশকতা মামলায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার (২৬ মার্চ) সকালে বান্দরবানের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফাতেমা তুজ জোহরা আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, অভিযুক্ত আসামী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাসের বিরুদ্ধে নাশকতা, ভাংচুর, হামলা’সহ ৫টি মামলা রয়েছে বান্দরবান থানায়। এছাড়াও দূর্ণীতি দমন কমিশন (দুদক) আইন’সহ বিভিন্ন অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে বিভিন্নস্থানে। গত৫আগস্ট গনঅভ্যুত্থানের পর থেকেই পলাতক রয়েছে ক্ষমতার অপব্যবহারকারী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের দূর্ণীতিবাজ সদস্য লক্ষীপদ দাস। গতমঙ্গলবার ঢাকা মিরপুর মডেল থানা পুলিশের অভিযানে কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল করিম জানান, বৈষম্য বিরোধী ছাত্রদের ওপরে হামলা’সহ ৫টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে লক্ষীপদ দাস’কে আদালতে হাজির করা হয়। আদালত অভিযোগ শুনে আসামীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে বান্দরবান থানায় ৫টি মামলা’সহ বিভিন্ন অপরাধে আরও একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্রদের ওপরে হামলা-নাশকতা মামলায়: বান্দরবানে লক্ষীপদ দাস কারাগারে
Previous Articleনাশকতা-হামলা মামলায় বান্দরবানে লক্ষীপদ জেলে
Related Posts
Add A Comment