।। নাইক্ষ্যংছড়ি প্রতিবেদক, ২৯ মার্চ ২০২৫।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে বাংলাদেশী যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত যুবকের নাম মোহাম্মদ সালাম (৪২)। আজ শনিবার (২৯ মার্চ) দুপুরে একটার দিকে চাকঢালা সীমান্তে ৪৪ নং সীমান্ত পিলার এলাকায় শূন্যরেখায় এ ঘটনা ঘটে।
আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনয়নের চাকঢালা সীমান্ত পথে মিয়ানমার থেকে অবৈধপথে পণ্য চোরাচালানে সময় নোম্যান্স ল্যান্ডে মিয়ানমার বাহিনীর পুতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হয়ে এক বাংলাদেশী যুবকের বাম পায়ের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়। আহত যুবক মোহাম্মদ সালাম (৪২) নাইক্ষ্যংছড়ি সদর ইউনয়নে চেরারমাঠ এলাকা বাসিন্দার মৃত আফজালের পুত্র।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নূরুল আবছার বলেন, দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্তপথে সংঘবদ্ধ একটি চোরাকারবারি চক্র অবৈধভাবে দুদেশে পণ্য পাচার কাজে জড়িত রয়েছে। চোরাই পণ্য নিয়ে মিয়ানমার থেকে ফেরার পথে চাকঢালা সীমান্তে ৪৪ নং পিলারে শূণ্য লাইনে আরাকান আর্মি পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণের বাম পায়ের হাঁটুর নিচের অংশ
বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে কক্সবাজার হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, মাইন বিস্ফোরণে বাংলাদেশী যুবক আহত হওয়ার ঘটনাটি শুনেছেন। আহত ব্যক্তি সালাম’কে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সীমান্তপথে পন্য চোরাচালানের কাজে জড়িত একটি চক্র জড়িত।
প্রসঙ্গত: গতবুধবার (২৬ মার্চ) লেমুছড়ি সীমান্তের ৪৯ পিলারের শূণ্যরেখায় মাইন বিস্ফোরণ মোহাম্মদ বাবুল নামের এক বাংলাদেশী যুবকের বাম পায়ের গোড়ালি বিছিন্ন হয়ে যায়। সে দোছড়ি ইউনিয়নের বাসিন্দার বাদশা মিয়ার ছেলে। এরআগে
(২১ মার্চ) রাতে তুমব্রু সীমান্তের ভাজাবনিয়া চিতারকুম নামক এলাকায় জিরো লাইনের পাশে এক বাংলাদেশীসহ দুজন মাইন বিস্ফোরণে আহত হয়। গুরুতর আহতের নাম মোহাম্মদ শহিদুল্লাহ বাবু।
ফের মাইন বিস্ফোরণে নাইক্ষ্যংছড়িতে যুবকের পা বিচ্ছিন্ন
Previous Articleমিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প : নিহত বেড়ে ৬৯৪, আহত ১৬৭০
Next Article লামায় ফাইতংয়ে ২টি ইটভাটা ভাঙলো ম্যাজিষ্ট্রেট
Related Posts
Add A Comment
