।। নিজস্ব প্রতিবেদক, ৫ এপ্রিল ২০২৫।।
স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে প্লাটিনাম জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ( ৫ এপ্রিল) সকালে সাড়ে দশটায় বিদ্যালয় প্রাঙ্গনে বেলুন উড়িয়ে উৎসবের উদ্ধোধন করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। পরে জাতীয় সংগীত ও শপথ পাঠের মাধ্যমে রজত জয়ন্তীর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। উদ্বোধনের পর স্থানীয় গণমাধ্যমকর্মীদের
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন. পার্বত্য চট্টগ্রামে কোনো বৈষম্য থাকবেনা, সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে এগিয়ে যাবে পার্বত্যবাসী। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পার্বত্যবাসী সকলের সহযোগিতা দরকার। যাতে এখানে পাহাড়ী-বাঙালী, মারমা-চাকমা, ত্রিপুরা, বম কোনো জাতিগোষ্ঠীই নিজেদের আলাদা ভাবতে না পারে, সবাই বাংলাদেশের নাগরিক উপলব্ধি করে সৌহার্দপূর্ণ ভাবে শান্তিতে মিলেমিশে বসবাস করতে পারে৷ এটাই আমাদের লক্ষ্য গনঅভ্যুত্থানে গঠিত অন্তবর্তীকালীন সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করছে।
প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসার থানজামা লুসাই, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম, মনজুরুল হক, সদর জোন কমান্ডার লে. কর্ণেল এএসএম মাহমুদুল হাসান পিএসসি, পুলিশ সুপার মো: শহীদুল্লাহ্ কাওছার পিপিএম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি মোজাম্মেল হক লিটন, সদস্য সচিব জসিম উদ্দিন তুষার প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, কোয়ালিটি এডুকেশনের বিকল্প নেই। মানসম্মত শিক্ষা ব্যবস্থায় পারে একটি জাতীর সামগ্রিক উন্নয়ন ঘটাতে পারে। তবে আমি সবসময় কোটার পক্ষে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ৫ পার্সেন্ট কোটা অবশ্যই থাকা দরকার। কারণ পাহাড়ে বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মত কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেনি, পাহাড়ের মানুষ আধুনিক শিক্ষায় উচ্চ শিক্ষার সুযোগটা যেন পায় সেজন্য পার্বত্য কোটা থাকতে হবে।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম দেশের মানুষের ৪০% অক্সিজেন সরবরাহ করে, খাদ্যের চাহিদার ৪০%, পার্সেন্টের মত যোগানও দেন। পার্বত্যাঞ্চলের অক্সিজেনের পরিমাণ বাড়াতে পরিকল্পিত বনায়ন দরকার, দুষণের হাত থেকে দেশকে বাঁচাতে স্বাস্থ্যকর গাছের বনায়ন বাড়াতে হবে। ক্ষতিকর গাছের বাগান পরিহার করে মিশ্রফল বাগানের ওপরে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, গণঅভ্যুত্থানে রক্ত দেয়া শহীদ ছাত্রদের কথা আমাদের স্মরণ রাখতে হবে৷ গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের আমলে প্রথম রমজান মাসে বাজারে কিন্তু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়েনি, বরং আগের তুলনায় কমেছে, এটিই ইউনুস সরকারের সাফল্য। কোনো সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি। পরিবহন সেক্টরে অরাজকতাও কমেছে, মানুষজন শান্তিতে পরিবার নিয়ে ঈদ করতে পেরেছে।
এদিকে প্লাটিনাম জয়ন্তী উৎসব উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গন থেকে প্রাত্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে বিদ্যালয়ে গিয়ে শেষ হবে।
আয়োজকরা জানায়, প্লাটিনাম জয়ন্তী দিনব্যাপী কর্মসূচীতে ছিল প্রাত্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা, মধ্যাহ্ন ভোজন, গুনীজন সম্মাননা ক্রেজ প্রধান, বিদ্যালয়ের প্রাত্তন শিক্ষার্থীদের গিফট হাম্পার প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব জসিম উদ্দিন জানান, বিদ্যালয়ের ১৯৫০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭৫ বছরের প্রাত্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। বিদ্যালয়ের প্রথম ব্যাচ ১৯৫০ সালের কয়েকজন শিক্ষার্থীরাও অংশ নেয়।
বান্দরবান প্লাটিনাম জয়ন্তী উৎসবে পার্বত্য উপদেষ্টা: পার্বত্যঞ্চলে কোনো বৈষম্য থাকবেনা, সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে এগিয়ে যাবে পার্বত্যবাসী
Previous Articleপ্রকৃতির ছোঁয়া পেতে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছে পাহাড়-পর্বতে
Next Article রাঙামাটিতে ‘বিজু মেলা’ শুরু
Related Posts
Add A Comment