।। রাঙামাটি প্রতিবেদক, ৫ এপ্রিল ২০২৫।।
নববর্ষ ঘিরে পাহাড়ি জনগোষ্ঠীদের প্রধান সামাজিক উৎসব বিজু-সাগ্রাই-বৈসুক-বিষু-বিহুকে সামনে রেখে পার্বত্য জেলা রাঙামাটিতে শুরু হয়েছে সাত দিন ব্যাপী বিজু মেলা।
বৃহস্পতিবার বিকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গনে শুরু হওয়া এ মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমা।
তিনি বলেন, “এই উৎসব পাহাড়ের জনগোষ্ঠীর প্রাণের উৎসব। এই উৎসবের মাধ্যমে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে আমরা সকলের সুখ, শান্তি ও মঙ্গল কামনা করি।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার।
তিনি বলেন, “আমাদের সংস্কৃতি যত উন্নত হবে, তত আমরা এগ্রিয়ে যাবো। এই বিজু মেলার মাধ্যমে আমাদের ঐতিহ্য, সংস্কৃতিকে দেশসহ বিশ্বের কাছে তুলে ধরতে চাই।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, “বিজু উৎসবের মাধ্যমে এদেশে বহুজাতির বহু সংস্কৃতিকে আমরা দেশ ও সারা বিশ্বের কাছের তুলে ধরতে পারবো।
সবার সহযোগিতায় উৎসব মুখরপরিবেশে এই উৎসব পালন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন।
আলোচনা সভা শেষে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, পাংখোয়াসহ অন্যান্য জনগোষ্ঠীর শিল্পীদের নিয়ে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হয়।
এছাড়া মেলা ঘিরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনীর আয়োজন করা হয়।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ আয়োজনের এ মেলাটি চলবে ৯ এপ্রিল পর্যন্ত।
এবারে মেলায় পাহাড়িদের বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাক, খাবার ও অলংকার নিয়ে মোট ১৮০ টি স্টল সাজানো হয়েছে।
রাঙামাটিতে ‘বিজু মেলা’ শুরু
Previous Articleবান্দরবান প্লাটিনাম জয়ন্তী উৎসবে পার্বত্য উপদেষ্টা: পার্বত্যঞ্চলে কোনো বৈষম্য থাকবেনা, সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে এগিয়ে যাবে পার্বত্যবাসী
Next Article রুমায় আফিম’সহ ২ যুবক গ্রেফতার
Related Posts
Add A Comment
