।। নিজস্ব প্রতিবেদক,৭ এপ্রিল ২০২৫।।
ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদেবান্দরবানে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ছাত্র-জনতা। আলআকসা রক্ষায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধে দাবী জানিয়েছেন তারা। আজ সোমবার (৭এপ্রিল) সকালে বান্দরবান জেলা শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ ‘গণহত্যা বন্ধ কর’, ‘আলআকসা আমাদের গর্ব’ স্লোগানে কয়েকশ ছাত্র-জনতা বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
পরে শহীদ আবু সাঈদ চত্বরে সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বান্দরবান পৌরসভার প্রশাসক এস. এম. মঞ্জুরুল হক, পার্বত্য ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবাল, ছাত্রনেতা শিফাত প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বান্দরবান পৌরসভার প্রশাসক এস.এম. মঞ্জুরুল হক বলেন, ফিলিস্তিন মুসলমানদের প্রাণের স্পন্দন আলআকসা মসজিদ আজ আগ্রাসনের মুখে। ইসলামের প্রথম কিবলা ও ইতিহাস-ঐতিহ্যে ভরপুর পবিত্র এই স্থানকে ঘিরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও ফিলিস্তিনি জনগণের ওপর নির্বিচার হামলা মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক মহলের কঠোর হস্তক্ষেপের দাবি জানান তারা।
ছাত্রনেতা আসিফ ইকবাল বলেন, “আমরা ছাত্র-জনতা আর নিরব থাকবো না। ফিলিস্তিনের ভাই-বোনদের ওপর জুলুম চলতে দেওয়া যায়না। এই গণহত্যা বন্ধ না হলে আমাদের আন্দোলন আরও বেগবান হবে। আলআকসা মসজিদ ফিলিস্তিন মুসলিমদের আত্মার অবিচ্ছেদ্য অংশ। সেখানে চলমান হামলা কেবল একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিক গণহত্যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
Previous Articleডিজিএফআই কর্মকর্তা হত্যা মামলায় বান্দরবান জেলে নেয়ার পথে আরসা প্রধান আতাউল্লা: আরাকানের জমি হবে রোহিঙ্গাদের
Next Article যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যেই ট্রাম্পবিরোধী বিক্ষোভ
Related Posts
Add A Comment