।। নিজস্ব প্রতিবেদক, ২৪ ফেব্রুয়ারী ২০২৫।।
বান্দরবানে বলৎকারের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একিসঙ্গে নগদ এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং শিশু আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামীর নাম মো.ওসমান (৪১)। সে চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরফভাটা হাজী পাড়া এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।
আদালতের তথ্যমতে, ২০২২ সালের ১৯ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৭ টায় বান্দরবান রাজার মাঠ থেকে স্টেডিয়াম এলাকার বাসায় যেতে রিক্সায় উঠে। রিক্সাটি ফায়ারসার্ভিস এলাকায় পৌছালে চালক মো. ওসমান ১৫ বছরের কিশোরটিকে নাস্তা খাওয়ানোর কথা বলে ওই এলাকার গিরিছায়া গার্ডেন রিসোর্টের ভিতরের ডান পার্শ্বে বান্ডারী ওয়ালের পাশে নিয়ে গিয়ে জোর পূর্বক বলৎকার করে। ছেলেটির কান্না শুনে পার্শ্ববর্তী দোকানদার দেখে ফেললে ওই অবস্থায় ছেলেটিকে ফেলে বলৎকারক মো. ওসমান পালিয়ে যায়।বলৎকারের শিকার হওয়া ছেলেটির শনাক্ত মতে বান্দরবান বাজারের ওয়ালটন মোড় এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে তাকে।পরে আদালতে স্বাক্ষ-প্রমাণে দোষী প্রমানিত হওয়ায় আদালত আজ এই রায় প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ইসমাইল জানান, আসামীর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। দন্ডপ্রাপ্ত আসামীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
যুবকের যাবজ্জীবন দণ্ড
Previous Article‘জঙ্গী ভূতেরা নির্বাচনে নয়, রগ কাটায় বিশ্বাস করে’
Next Article কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তের হামলা
Related Posts
Add A Comment
