।। নিজস্ব প্রতিবেদক, ২৪ ফেব্রুয়ারী ২০২৫।।
বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ আগুনে পুড়েছে ৪টি বসতঘর। আজ সোমবাররাতে পোনে নয়টায় বৈদ্যুতিক শর্টসার্কিট আগুনের সূত্রপাত হয়ে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানায়, বান্দরবান জেলা শহরের বালাঘাটা এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তে আগুনে চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় মুহূর্তে পৃড়ে গেছে ৪টি বসতঘর। খবর পেয়ে দমকল বাহিনী ও স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুন নিভাতে গিয়ে আরও কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজন আব্দুল মোমেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। আগুনে চারটি পরিবারের সবকিছু সম্পূর্ণ পুড়ে গেছে। কোনো রকন জীবন বাচিয়ে ঘর থেকে বেড়িয়েছে স্বজনরা। ক্ষয়ক্ষতির পরিমান ১৫ লাখ টাকা ছাড়িয়ে যাবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আব্দুর রউফ জানান, অগ্নিকান্ডে একি পরিবারের আত্মীয় স্বজনদের ৪টি বসতঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিক বলা সম্ভব নয়।
আগুনে পুড়লো ৪টি বসতঘর
Previous Articleকক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তের হামলা
Next Article সাজেকে আগুনে পুড়লো শতাধিক স্থাপনা
Related Posts
Add A Comment
