।। খাগড়াছড়ি প্রতিবেদক, ৩ মার্চ ২০২৫্।
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দুর্গমাঞ্চলে পাহাড়ের আঞ্চলিক সংগঠনের মধ্যে আধিপাত্য বিস্তারের জেরে গোলাগুলি হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে এক নারীর মৃত্যুর খবর পেয়েছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার দক্ষিণ ধুধুকছড়ার হাতিমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রূপসী চাকমা (২৬)। সে ওই এলাকার হেমন্ত চাকমার স্ত্রী। নিহত নারীর মরদেহের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিহত রূপসী চাকমার স্বজনরা মরদেহ ঘিরে আর্তনাত ও কান্না করছেন এমন দৃশ্য ভিডিওতে দেখাগেছে।
ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা অভিযোগ করে বলেন, “সকালে গ্রামে ঢুকে আমাদের কর্মীদের লক্ষ্য করে সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএসের সদস্যরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে স্থানীয় বাসিন্দা রূপসী চাকমার মৃত্যু হয়েছে। গুলি বাড়ির বেড়া ভেদ করে রূপসী চাকমার পিঠে লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে খাগড়াছড়িতে জেএসএসের কোনো নেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা {ওসি} মো. জসীম উদ্দিন জানান, পাহাড়ের আঞ্চলিক দুটি সংগঠন প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ এবং সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক নারীর মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে নিহতের আত্মীয়স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কেউই কোনো অভিযোগ করেননি পুলিশের কাছে।
Previous Articleসফল নারী উদ্যোক্তা: জান্নাতুল তাহা
Next Article এপেক্স ক্লাব বান্দরবানের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
Related Posts
Add A Comment
