।। নিজস্ব প্রতিবেদক, ১৭ মার্চ ২০২৫।।
লামা উপজেলার আজিজনগরে এক বৃদ্ধ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে রেষ্টুরেন্টের শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। ঐ ব্যক্তির নাম সিদ্দিকুর রহমান (৫৫)। রোববার সন্ধ্যায় ধর্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
আইনশৃংখলা বাহিনীর তথ্যমতে, জেলার আজিজনগর ইউনিয়নের ইসলামপুর সন্দীপ পাড়া এলাকায় মানসিক প্রতিবন্ধি ভিকটিমের ছেলে এবং ছেলের বউ সরকারী চাকরিজীবী হওয়ায় তারা সকালে মায়ের জন্য খাবার রান্না করে মা’কে বাসায় রেখে অফিসে চলে যায়। ঐসময়ে বাসায় কেউ না থাকার সুযোগে সাড়ে এগারোটার দিকে বাড়িতে এসে ভিকটিমকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হবার পর স্থানীয়রা ধর্ষক সিদ্দিকুর রহমানকে আটক করে পুলিশে দেন। ধর্ষক চাম্বি মফিজ বাজারের একটি রেষ্টুরেন্টের শ্রমিক এবং সন্দীপ পাড়ার মৃত লুৎফুর রহমানের পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) আহমেদ মোর্শেদ জানান, ধর্ষণের ঘটনায় শ্রমিক সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রক্রিয়াধীন।
প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, বান্দরবানে গ্রেপ্তার ১
Next Article বান্দরবানে বিএনপির ইফতার বিতরণ
Related Posts
Add A Comment
