।। নিজস্ব প্রতিবেদক,২১ মার্চ ২০২৫।।
মার্কিন যুক্তরাষ্ট্রের মদদেই ফিলিস্তিনের গাজা উপত্যকা দখল করতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে দখলদার ইসরাইলি সেনারা গণহত্যার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ করেছে মুসল্লীরা। আজ শুক্রবার বাদ জুমা বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ছাত্র-জনতার ব্যানারে গণহত্যা থেকে ফিলিস্তিনিদের রক্ষায় গাজায় বিশ্ববাসীকে সব ধরনের হস্তক্ষেপের আহ্বান জানিয়ে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী, বাজার জামে মসজিদের খতিব মাওলানা আহসানুল হক, জেলা জামায়াতের নায়েবি আমির এডভোকেট আবুল কালাম, সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক মো: ওসমান গনি, পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান, ইসলামি শাসনতন্ত্রের সভাপতি মাওলানা আবুল কালাম, ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবাল প্রমুখ বক্তব্য রাখেন।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল বলেন, ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজাবাসীর ওপর হামলা চালাছে, দখলদারদের এ হামলা বন্ধে জাতিসংঘকে পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে অন্যদেশে সরানোর চক্রান্ত রুখে দিতে হবে বিশ্ববাসীকে। বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের জন্য জাতিসংঘে হত্যা বন্ধে বিল উত্থাপনের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের প্রতি আহবান জানাচ্ছি।
বাজার জামে মসজিদের খতিব মাওলানা আহসানুল হক বলেন, ফিলিস্তিনে যে বর্বরতা হচ্ছে, তা ব্যাখ্যা করার ভাষা নেই, আমরা বিশ্ববাসীকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহবান জানাই।
Previous Articleপরাধীনতার শেকলমুক্ত নতুন বাংলাদেশের সূচনা’
Related Posts
Add A Comment