।। আলীকদম প্রতিবেদক, ১৩ জুন ২০২৫।।
বান্দরবানের আলীকদমে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট’সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ শুক্রবার রাতে আটটায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ছোটবেতি ত্রিপুরা পাড়ায় অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় অভিযানে ১৪ হাজার ৫শ পিস ইয়াবা’সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- কিকো ম্রো (২৫), পুমাং ম্রো (৩২) এবং মো. শহিদুল ইসলাম (২৭)। এ ঘটনায় জড়িত রওগাও ত্রিপুরা
নামে আরেক মাদক পাচাকারী চক্রের সদস্য পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের আলীকদম থানার সেকেন্ড অফিসার (এসআই) শাহাদাৎ হোসেন জানান, অভিযানে ইয়াবা’সহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের নামে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত ইয়াবাগুলোর বাজার মূল্য ২৬ লাখ বলে জানা গেছে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
যৌথ বাহিনীর অভিযানে আলীকদমে নিষিদ্ধ ইয়াবা’সহ আটক ৩
Previous Articleবান্দরবানে এনসিপি জেলা সমন্বয় কমিটি ঘোষণা
Related Posts
Add A Comment
