।। নিজস্ব প্রতিবেদক, ২৬ জুন ২০২৫।।
বান্দরবানে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ফোরামের কেন্দ্রীয় সভাপতি জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেন।
এ কমিটিতে আইনজীবী আলমগীর চৌধুরী’কে সভাপতি এবং মো. আবু হেনা মোস্তাফা কামাল (রুমু) কে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন, সহসভাপতি পদে এডভোকেট মোর্শেদুল ইসলাম রুবেল, এডভোকেট উম্যাসিং মার্মা, এডভোকেট জয়নাল আবেদীন ভূঁইয়া ও মোহাম্মদ ইসমাইল।
সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মামুন মিয়া, এডভোকেট মিজানুর রহমান ও এডভোকেট মোঃ আমিন উল্লাহ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ ইব্রাহীম, এডভোকেট মোঃ ইকবাল হোসাইন ও এডভোকেট রোশনী বিনতে জহুর। কমিটিতে অর্থ সম্পাদক এডভোকেট মোঃ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক পদে এডভোকেট রাজীব চন্দ্র ধর, সহ প্রচার সম্পাদক এডভোকেট মোঃ সোয়াইবুল ইসলাম। মহিলা সম্পাদক পদে এডভোকেট মেনুসাং মারমা। সদস্যরা হলেন, এডভোকেট শামসুল হক রনি, এডভোকেট জয়নাল আবেদীন সম্রাট, এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম খান, এডভোকেট আজিজুল হাকিম, এডভোকেজ আজিজুল রহমান ভুইয়া, এডভোকেট মোঃ আজিজুর রহমান ভূইয়া, এডভোকেট জান্নাতুল ফেরদৌস তানিয়া,এডভোকেট রবিউল হোসেন ইরান, এডভোকেট মোঃ আলী জওহার।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বান্দরবানে সভাপতি আলমগীর, সম্পাদক কামাল
Next Article পরকীয়ায় বলি কন্ঠশিল্পী কনার সংসার
Related Posts
Add A Comment
