।। নিজস্ব প্রতিবেদক,৯ জুলাই ২০২৫।।
লঘুচাপের প্রভাবে বান্দরবানে অব্যাহত বৃষ্টিতে বিভিন্নস্থানে পাহাড় ধসে পড়েছে। পাহাড় ধসে লামা মিরিঞ্জা এলাকায় সড়কে মাটি জমে যাওয়ায় লামা-আলীকদম, মিরিঞ্জা পর্যটন সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়। ঘটনাস্থল তাৎক্ষণিক পরিদর্শন করে লামা উপজেলা প্রশাসন’সহ সংশ্লিষ্টদের তৎপরতায় কয়েকঘন্টা পরও যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আজ বুধবার বিকেলে তিনটা পর্যন্ত গতচব্বিশ ঘন্টায় ১০৭ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জেলায়।
এদিকে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড় ধসে প্রাণহানির শঙ্কায় পাহাড়ের পাদদেশে ঢালুতে ঝুকিপূর্ণ বসতিগুলো ছেড়ে স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে। পাহাড়ী ঢল ও টানা বৃষ্টিতে সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানিও বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
প্রশাসন ও সংশ্লিষ্টরা জানায়, গতমঙ্গলবার থেকে জেলার সাতটি উপজেলায় থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় জেলার সাতটি উপজেলার চৌত্রিশটি ইউনিয়নে ২২০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এদিকে টানা ভারী বৃষ্টিতে লামা-আলীকদম, রুমা, থানচি, লামা-সূয়ালক, রোয়াংছড়ি-রুমা, থানচি-আলীকদম’সহ অভ্যন্তরিন সড়কগুলোর বিভিন্ন স্থানে ছোটখাটো পাহাড় ধসে সড়কে কাদা মাটি জমে সড়কগুলো পিচ্ছিল বিপজ্জনক হয়ে পড়েছে। এদিকে রুমা উপজেলার সদর ইউনিয়নের আশ্রমপাড়া এলাকায় একটি পাহাড় ধসে পড়েছে। গভীর রাতে টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। তবে পাহাড় ধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আবহাওয়া অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল জানান, বুধবার বিকেল তিনটা পর্যন্ত গতচব্বিশ ঘন্টায় ১০৭ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জেলায়। এরআগের চব্বিশ ঘন্টায় সকাল ৯টা পর্যন্ত ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টিপাত আরও দু-একদিন অব্যাহত থাকবে। পাহাড়ের পাদদেশে বা ঝুকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে অবস্থান নেয়ার পরামর্শ দেন তিনি।
এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, লঘুচাপের প্রভাবে জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে জেলার সাতটি উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তাদের নজরদারি বৃদ্ধি’সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগের জন্য একটি হোয়াটস অ্যাপ গ্রুপ খোলা হয়েছে। কয়েকটি স্থানে যোগাযোগ ব্যবস্থার অবনতি হয়েছে, যা সংস্কারে সংশ্লিষ্টরা কাজ করছেন। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, এখন পর্যন্ত কোথাও কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।
লঘুচাপের প্রভাবে বান্দরবানে বৃষ্টিতে পাহাড় ধস, সড়ক যোগাযোগ বন্ধ
Next Article বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামী’র মৃত্যুদণ্ড
Related Posts
Add A Comment
