।। নিজস্ব প্রতিবেদক, ৫ আগস্ট ২০২৫।।
বান্দরবানে “জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের পুলিশ সুপার পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক এসএম মঞ্জুরুল হক, জেলা জামায়াতের আমীর মাওনানা আব্দুস সালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক জেলা ম্যাজিষ্ট্রেট এসএম হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতা আফরিন’বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র সংগঠনের প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরবর্তীতে জুলাই বিপ্লব সম্পর্কিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাংকণ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয় এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত দুজন জুলাই যোদ্ধাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
বান্দরবানে “জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
Previous Articleকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছাড়া হলো
Related Posts
Add A Comment
