।। লামা প্রতিবেদক,২৬ জুন ২০২৫।।
বান্দরবানের লামায় অপহরণ-চাঁদাবাজির অভিযোগে তিন সন্ত্রাসীকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে জনতা।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, লামা উপজেলার বাগান পাড়া এলাকায় অপহরণ-চাঁদাবাজি অভিযোগে পাহাড়ের ৩ সন্ত্রাসীকে ধরে গণধোলাই দেন স্থানীয় জনতা। পরে
৩ যু্বককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এরা হলেন-রুমা বগালেক পুকুর পাড়া এলাকার নুচিঅং পুত্র রহিম ত্রিপুরা (৩৮), লামা বাগান পাড়া এলাকার মনিন্দ্র ত্রিপুরার পুত্র তানিয়াল ত্রিপুরা (৩৬) এবং থানচি বড় মদক এলাকার মিখিয়া ত্রিপুরার পুত্র হালি রাম ত্রিপুরা (৩১)।
স্থানীয়দের দাবী, গতকাল বুধবার’রাতে লামা মিরিঞ্জা এলাকার প্যারাডাইস রিসোর্ট থেকে ম্যানাজার আবদুল খালেক (২০) কে তুলে নিয়ে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। কৌশলে পালিয়ে এসে স্থানীয়দের বিষয়টি জানান আবদুল খালেক। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা বিভিন্ন স্থানে খোজাখুজি করে অভিযুক্তদের আটক করে গণধোলাই দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ৩ জন’কে আটক করে থানায় নিয়ে এসেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অপহরণ-চাঁদাবাজি অভিযোগ: লামায় গণধোলাইয়ের পর ৩ সন্ত্রাসীকে পুলিশে সোপর্দ
Previous Articleরুমায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠিকাদারের মৃত্যু, আহত ২
Related Posts
Add A Comment
