।। আলীকদম প্রতিবেদক,১৪ জুন ২০২৫।।
বান্দরবান আলীকদম উপজেলায় পর্যটকের মৃত্যুর ঘটনায় অনলাইন ট্রাভেল গ্রুপ “ট্যুর এক্সপার্ট” গ্রুপের এডমিন বর্ষা ইসলাম বৃষ্টি’কে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আলীকদম থানায় নিহত নারী পর্যটক স্মৃতি আক্তারের বাবা হাবিবুর রহমানের দায়ের করা মামলায় শনিবার সাড়ে এগারোটায় তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা বলেন, ঘটনার পর থেকেই বর্ষা ইসলাম বৃষ্টি পুলিশ হেফজতে ছিলেন। নিহত পর্যটক স্মৃতি আকতারের বাবা মামলা করায় ঐ মামলায় বর্ষাকে গ্রেপ্তার দেখানো হয়। অভিযুক্ত বর্ষা ইসলাম যশোরের বরিউল ইসলামের মেয়ে। তিনি এখন ঢাকায় থাকেন।
সংশ্লিষ্টরা জানায়, গত ১১ জুন ট্যুর এক্সপার্ট গ্রুপের এডমিন বর্ষার নেতৃত্বে ৩৩ জন পর্যটকের একটি দল আলীকদম ভ্রমণে যান। এই দলের কো-হোস্ট ছিলেন হাসান নামের একজন এবং স্থানীয় গাইড ছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা। তাদের উদ্দেশ্য ছিল আলীকদম উপজেলার ক্রিসতং পাহাড় ও থানচির লিমান লিবলু এবং সাকাহাফং চূড়া জয় করা। পরে পর্যটক গ্রুপটি ২২ এবং ১১ জনের দুটি গ্রুপে বিভক্ত হয়ে দূর্গমাঞ্চলের উদ্দেশ্যে রওনা হন। যাত্রা পথে ২২ জনের গ্রুপটি ক্রিসতং পাহাড়ে যাবার পথে তৈনখাল পার হওয়ার সময়ে ১৯ জন নিরাপদে পার হলেও স্রোতের তোড়ে কো-হোস্ট হাসান’সহ ৩ জন ভেসে নিখোঁজ হয়। নিখোঁজের কয়েকদিন পর শেখ জুবাইরুল ইসলাম ও স্মৃতি আক্তার দুজনের লাশ নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। তবে হাসান চৌধুরী শুভ এখনো নিখোঁজ রয়েছেন।
মামলার বাদী নিহত পর্যটক স্মৃতির বাবা মো. হাবিবুর রহমান বলেন, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসনিক অনুমতি ছাড়া ভ্রমণের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মামলায় বর্ষা ইসলাম বৃষ্টি’সহ সংশ্লিষ্টদের গাফিলতিকে মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে। ভবিষ্যৎ কোনো পর্যটকের প্রাণহানী বন্ধে দায়িত্বহীন আচরণের জড়িতদের শাস্তির দাবী জানাচ্ছি।
আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মুমিন জানান, নিহত পর্যটক স্মৃতি আক্তারের মরদেহ নিয়ে যাওয়ার জন্য উপজেলা প্রশাসন থেকে তার পরিবারকে বিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পর্যটকের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, নিহত পর্যটক স্মৃতি আক্তারের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে আলীকদম থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামীকে সেনাবাহিনীর সহায়তায় বর্ষা ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। নিখোঁজ পর্যটকের খোঁজে অভিযান চলমান রয়েছে।
Previous Articleযৌথ বাহিনীর অভিযানে আলীকদমে নিষিদ্ধ ইয়াবা’সহ আটক ৩
Next Article দক্ষিণ আফ্রিকার শিরোপা জয় ২৭ বছর পর
Related Posts
Add A Comment
