।। নিজস্ব প্রতিবেদক,২৫ জুন ২০২৫।।
বান্দরবানে চাঁদাবাজি’সহ অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ গনতান্ত্রিক) ৬ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবাররাতে সেনাবাহিনী আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করেছে। এরা হলেন-অজিত চাকমা (৩৯), রিপন চাকমা প্রকাশ শমেষ (৪৪), অনিয়ন চাকমা (২৩) ওয়াইসে মারমা (২৮), বীর কুমার ত্রিপুরা (২৯) এবং সুখেন তঞ্চঙ্গ্যা (২৫)।
আইনশৃংখলা বাহিনী জানায়, বান্দরবান জেলা সদর’সহ লামা-সূয়ালক সড়ক, চিম্বুক সড়ক, বালাঘাটা-রাঙামাটি রাজবিলা সড়ক, রোয়াংছড়ি-বাঘমারা সড়ক’সহ আশপাশের এলাকাগুলোতে চাঁদাবাজি, অপহরণ’সহ বিভিন্ন ধরণের অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ গনতান্ত্রিকের অস্ত্রধারীরা। খবর পেয়ে যৌথখামার, তালুকদার পাড়া’সহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ৬ জন’কে আটক করেছে। এরা সকলেই ইউপিডিএফ গনতান্ত্রিকের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সেনাবাহিনী আটককৃতদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এদের বিরুদ্ধে মঙ্গলবাররাতে চাঁদাবাজি মামলা দায়ের হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আটক ইউপিডিএফ গণতান্ত্রিকের ৬ জন সদস্যকে সেনাবাহিনী পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
প্রসঙ্গত, ইউপিডিএফ গণতান্ত্রিক সংগঠনের সদস্যরা বান্দরবান
জেলা শহর’সহ বিভিন্ন স্থানে পন্যবাহী গাড়ি থামিয়ে চাঁদা আদায় এবং অপহরণ’সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টি করে। সশস্ত্র গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় ব্যবসায়ীরা।
চাঁদাবাজির অভিযোগে বান্দরবানে ইউপিডিএফের ৬ সদস্য আটক
Previous Articleনাইক্ষ্যংছড়িতে ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
Next Article বান্দরবানে বিশ্ব পরিবেশ দিবস পালিত
Related Posts
Add A Comment
