।। নিজস্ব প্রতিবেদক,৫ জুলাই ২০২৫।।
বান্দরবানে আলোচিত চোর মানিক’সহ ৩ জন’কে গ্রেফতার করা হয়েছে। নির্মাণ সামগ্রীর চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- আলোচিত চোর মো: মানিক এবং চোরাই মাল ক্রেতা ভাঙারি দোকানদার মো: মঞ্জুরুল ও ভাঙারি কর্মচারী রঞ্জু মিয়া। শুক্রবার পুলিশের কর্মকর্তা মনির হোসাইনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, নীলাচল যৌথখামার হয়ে রেইছা সড়ক নির্মাণ কাজের রড’সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী চুরি করে নিয়ে যায় রেইছা এলাকার আতঙ্ক আলোচিত চোর মো: মানিক’সহ সংঘবদ্ধ চোরের দল। চোর সিন্ডিকেটের অন্যরা হলো কাঞ্চন তঞ্চঙ্গ্যা, সমুন তঞ্চঙ্গ্যা, আমির হোসেন। নির্মাণ কাজের ঠিকাদারের অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মূলহোতা আলোচিত চোর মো: মানিক’কে গ্রেফতার করেছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে কেরানীহাট ভাঙ্গারি দোকানে অভিযান চালিয়ে বিক্রি করা চোরাই মালামাল উদ্ধার করে। এ ঘটনায় ভাঙারি দোকানদার মো: মঞ্জুরুল ও দোকানের কর্মচারী রঞ্জু মিয়া’কেও গ্রেফতার করা হয়।
অভিযোগকারী নির্মাণ কাজের ঠিকাদার মো: মিলন বলেন, টাইগার পাড়া রেইছা সড়ক নির্মাণ কাজের লোহা’সহ কিছু মালামাল চোরের দল চুরি করে নিয়ে যায়। অভিযোগের পর মূলহোতা মানিক চোরকে গ্রেফতারের পর চোরাই মালামালও উদ্ধার করেছে। শোনেছি মানিক চোর, কাঞ্চন তঞ্চঙ্গ্যা, সমুন তঞ্চঙ্গ্যা, আমির হোসেন চোরের দল টাইগার পাড়ায় বিভিন্ন মালিকদের বাগানের ঘেরাওয়ের কাঁটাতার ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
ঘটনার সত্যতা মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনির হোসাইন জানান, অভিযোগের ভিত্তিতে আলোচিত চোর গ্রুপের মূলহোতা মানিক চোর’কে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রুপের অন্য তিন চোর পলাতক রয়েছে। গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। চোরাই মালামাল কেনার অপরাধে ভাঙ্গারি দোকানদার’সহ দুজন’কে গ্রেফতার করা হয়৷ গ্রেফতারের পর চুরির মামলায় আদালতে পাঠানো হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
চোরাই মালামাল উদ্ধার, বান্দরবানে আলোচিত চোর মানিক’সহ গ্রেফতার ৩
Related Posts
Add A Comment
