।। নিজস্ব প্রতিবেদক,৬ আগস্ট ২০২৫।।
বান্দরবানে জেলা বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। আজ বুধবার বিকেলে স্থানীয় রাজারমাঠ থেকে ঐক্যবদ্ধ জেলা বিএনপি উদ্যোগে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি’সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে র্যালী শেষে জেলা শহরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী।
এসময় অন্যান্যদের মধ্যে জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা কমিটির সদস্য সচিব মো: জাবেদ রেজা, যুগ্ন আহবায়ক অধ্যাপক মো: ওসমাস গনি, আব্দুল মাবুদ, লুসাই মং, মুজিবুর রশীদ, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন তুষার, রিটল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে জেলা বিএনপির আহবায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়োছিলো। ভবিষ্যৎতে এ ধরনের ফ্যাসিবাদের জন্ম যেন বাংলাদেশে আর না হয়, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে।বিএনপি নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় আমরা সব সময় প্রস্তুত রয়েছি। আজ ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের এক বছর হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার ফাঁসি বাংলার মাটিতেই হবে।
জেলা বিএনপির উদ্যোগে বান্দরবানে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন
Previous Articleআলীকদমে বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন
Related Posts
Add A Comment
