।। নাইক্ষ্যংছড়ি প্রতিবেদক,২৩ জুলাই ২০২৫।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশকারী ২০টি পরিবারের ৭১ জন নাগরিককে মিয়ানমারে ফেরত পাঠালো বিজিবি। আজ বুধবার বিকেলে তাদের ফেরত পাঠানো হয়।
বিজিবি জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তঞ্চঙ্গ্যা ও হেডম্যান পাড়া এলাকায় মিয়ানমারে সাম্প্রদায়িক দাঙ্গার সময়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে কিছু উপজাতি পরিবার বছর দেড়েক ধরে স্থানীয় বাংলাদেশি পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে বসবাস করে আসছিল। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাত, অনিরাপত্তা ও মানবিক সংকটের কারণে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে আশ্রয় নিয়েছিল। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ৩৪ ব্যাটালিয়ন এ বিষয়ে শুরু থেকেই নিবিড় পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করে আসছিল। তারই ধারাবাহিকতায় বুধবার কৌশলগত ও মানবিক উদ্যোগের মাধ্যমে বাইশফাঁড়ী ও তুমব্রু সীমান্ত এলাকা থেকে ২০টি পরিবারের ৭১ জন মায়ানমার নাগরিককে নিরাপদভাবে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি ৩৪ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, বর্তমানে সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় আর কোনো মায়ানমার উপজাতি সম্প্রদায় অবৈধভাবে বসবাস করছেনা। সীমান্তের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি বিজিবি মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখেই সীমান্ত ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করে যাচ্ছে। অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময়ই সতর্ক রয়েছে। ভবিষ্যতেও বিজিবি’র এমন পেশাদারিত্বপূর্ণ ও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
নাইক্ষ্যংছড়ি সীমান্ত পথে ৭১ নাগরিককে মিয়ানমারে ফেরত পাঠালো বিজিবি
Previous Articleআলীকদমে মজার ছলে বন্দুকে ছোঁড়া গুলিতে পর্যটক নিহত
Next Article লামায় পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার
Related Posts
Add A Comment
