।। নাইক্ষ্যংছড়ি প্রতিবেদক,২৫ জুন ২০২৫।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে ফের এক বাংলাদেশী গুরুতর আহত হয়েছেন। আহতের নাম ওমর মিয়া (২৫)। সে কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা গ্রামের বাসিন্দার সাবের মিয়ার ছেলে।
আজ বুধবার (২৫ জুন) সকালে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি বিজিবি ক্যাম্পের ৪৬-৪৭ সীমান্ত পিলার এলাকায় মিয়ানমার থেকে চোরাইপথে পন্য আনতে যায় চোরাকারবারি চক্র। এসময় সীমান্তে আরকান আর্মি (এএ) পুঁতে রাখা ল্যান্ড মাইন বিস্ফোরণে এক চোরাকারবারীর পায়ে গুরুতর আঘাত পায়। খবর পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্তপথে মিয়ানমার চোরাই পন্য আনতে গিয়ে দূর্ঘটনায় বাংলাদেশী যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। চোরাচালান বন্ধে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক জানান, মাইন বিস্ফোরণ যুবক আহতের খবর শুনেছি। চোরাই পণ্য আনতে গিয়ে মিয়ানমার অভ্যান্তরে আরকান আর্মি পুঁতে রাখা ল্যান্ড মাইন বিস্ফোরণে যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) পক্ষ থেকে এ ব্যাপারে কোনো কিছুই জানানো হয়নি।
প্রসঙ্গত: গতরোববার নাইক্ষ্যংছড়িতে জামছড়ি সীমান্তে ল্যান্ড মাইন বিস্ফোরণে আরাফাতুর রহমান (২২) নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়।
নাইক্ষ্যংছড়িতে ফের মাইন বিস্ফোরণে বাংলাদেশীর পা বিচ্ছিন্ন
Previous Articleবান্দরবানে বিশ্ব পরিবেশ দিবস পালিত
Next Article সাঙ্গু-মাতামুহুরী বনে চিতাবাঘ
Related Posts
Add A Comment
