।। নিজস্ব প্রতিবেদক,১৯ জুন ২০২৫।।
বান্দরবান সদর উপজেলার পৌর এলাকার আর্মি পাড়া এলাকায় উপজেলা পরিষদ সীমানা সংলগ্ন একটি গেইট বন্ধ
করে জনসাধারণের চলার পথ রোধ এবং পুকুরের পানি ব্যবহারে নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসীরা
ইউএনও অফিস ঘেরাও করে। আজ বৃহস্পতিবার সকালে পৌরসভার ৭নং ওয়ার্ডের এলাকাবাসীরা ঘেরাও কর্মসূচি পালন করে। কর্মসূচী চলাকালীন সকালে হোটেল প্লাজা সংলগ্ন উপজেলা পুকুরপাড় এলাকায় ছোট পকেট গেইটে দেয়াল নির্মাণের খবরে আরও ক্ষুব্ধ হয়ে উঠে এলাকাবাসীরা দেয়াল ভেঙ্গে কাজ বন্ধ করে দেয়। পরে প্রতিবাদ এলাকাবাসীরা সদর উপজেলা পরিষদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসীর প্রতিবাদের মুখে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরা মনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিনে পরিদর্শন করে উপজেলা পুকুরের পাশে জনসাধারণের চলাচলের পথ খুলে দেন।
আর্মীপাড়া বাসিন্দার শামিম আহমেদ ও সেলিম রেজা অভিযোগ করে বলেন, প্রায় দীর্ঘদিন ধরে আর্মিপাড়া’সহ আশপাশোর বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন শতশত মানুষ সদর উপজেলায় চলাচলের এ রাস্তা এবং পানি সংকট নিরসনে উপজেলা পুকুরটি ব্যবহার করে আসছেন। কিন্তু সম্প্রতি উপজেলা প্রশাসন চলাচলের রাস্তায় গেইট’টি বন্ধ করে দেয়ায় জনগন চরম ভোগান্তিতে পড়েছে। এলাকাবাসীর দাবীর মৃখে ইউএনও চলাচলের রাস্তা ও পুকুরটি জনসাধারণের জন্য খুলে দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনি বলেন, সদর উপজেলা পরিষদে কোনো সীমানা প্রাচীর নেই। উপজেলা পরিষদের আশপাশে প্রায় ৯টি গেইট রয়েছে জনসাধারণের চলাচলের জন্য। এত্তগুলো পকেট গেইট থাকায় উপজেলা পরিষদের অভ্যন্তরীন নিরাপত্তা কিছুটা অনিরাপদ। সরকারি বাসভবন ও দাপ্তরিক নিরাপত্তার স্বার্থে উপজেলা পরিষদের সীমানা প্রাচীর নির্মাণ জরুরী। তবে জনসাধারণের অসুবিধা হয় এমন কোন সিদ্ধান্ত আমরা নিবোনা।
বান্দরবান অফিস ঘেরাও, জনতার চাপে সিদ্ধান্ত বদলালেন ইউএনও
Next Article সেনাবাহিনীর অভিযানে বান্দরবানে অস্ত্রশস্ত্র’হ আটক ৯
Related Posts
Add A Comment
