।। নিজস্ব প্রতিবেদক,১১ জুন ২০২৫।।
বান্দরবানের আলীকদমে অপহরণের ৮ দিন পর সীমান্তের পাহাড় থেকে অপহৃত গরু ব্যবসায়ীকে উদ্ধার করেছে বিজিবি। অপহৃতের নাম দুলাল (৪০)। আজ বুধবার (১১ জুন) মিয়ানমার সীমান্তের ম্যানশনপাড়া এলাকা থেকে অবরুদ্ধ অবস্থায় উদ্ধার করে বিজিবি টহল টিম।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ঈদের কয়েকদিন আগে (গত ৩ জুন) আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের দুলাল (৪০) কোরবানী বাজারে ব্যবসায়ের জন্য পাহাড়ে গরু কিনতে যায়।গরুর প্রলোভন দেখিয়ে ৫-৬ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক এসে সীমান্ত পিলার ৫৪-৫৫ মধ্যবর্তী এলাকা দিয়ে অপহরণ করে মিয়ানমারের অভ্যন্তরে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃতের পরিবার আলীকদম থানায় নিখোঁজ জিডি করেন।
এ ঘটনায় বিজিবি টহল দলের সদস্যরা স্থানীয় সোর্সের মাধ্যমে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে জানতে পারে অপহৃত ব্যক্তি পোয়ামুহুরী সীমান্তের মিয়ানমারের অভ্যান্তরে ম্যানশনপাড়া নামকস্থানে বন্দি। তথ্যের ভিত্তিতে পোয়ামুহুরী বিওপি’র কমান্ডার হারুণ অর রশীদের নেতৃত্বে একটি বিশেষ টহলদল বিপি-৫৬ হতে ৮শ গজ উত্তর দিকে ৭৮ কিলো নামকস্থনে অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করে বাংলাদেশে ফেরত নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, বিজিবি অভিযানে সীমান্ত থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে। পরবর্তীতে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. কফিল উদ্দিনের মাধ্যমে অপহৃতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি অভিযানে আলীকদমে অপহৃত গরু ব্যবসায়ী ৮ দিন পর উদ্ধার
Previous Articleরাঙামাটিতে বিলুপ্তপ্রায় ধনেশ পাখি উদ্ধার
Next Article আলীকদমে নদীতে ভাসমান পর্যটকের লাশ উদ্ধার
Related Posts
Add A Comment
