।।ডেস্ক সিএইচটিভিউজ,১৫ ফেব্রুয়ারী ২০২৫।।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শনিবার যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়। বাদ আসর ইজতেমা ময়দানে খাস কামরায় হযরত ফাতেমা (রা.) ও হযরত আলী (রা.) বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন করা হয়।
মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,আজ ৯ যুগলের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। এর আগে, শনিবার বাদ যোহর পর্যন্ত বিয়ের জন্য বর ও কনে পক্ষের লোকদের তালিকা সংগ্রহ করা হয়। বিয়ের আগে বাদ আসর ইউসুফ বিন সাদের দেয়া বিয়ের খুতবা শেষে ওইসব বর-কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ান।
বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর বিতরণ করা হয়ে থাকে। তারপর মাগরিবের নামাজের আগেই নবদম্পতিদের জন্য মোনাজাত করা হয়। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার এবারের আসর। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের কাছে ময়দান বুঝিয়ে দিবেন মাওলানা সাদের অনুসারীরা।
Previous Articleপ্রেমিককেই বিয়ে করছেন মেহজাবীন
Related Posts
Add A Comment
