।। নিজস্ব প্রতিবেদক,১১ জুলাই ২০২৫।।
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালীতে পাহাড়ি ছড়াখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জন’কে গ্রেফতার করে দণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দিবাগতরাতে দুটোর সময়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন এ দণ্ড দেন।
প্রশাসন সূত্র জানায়, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় ফাঁসিয়াখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ২ জন’কে গ্রেফতার করে৷ গ্রেফতারকৃত আসামীদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় আব্দুর শুক্কুর’কে ২ মাসের এবং আলতাজ মিয়াকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন জানান, অবৈধভাবে বালু উত্তোলন করায় জড়িত দুজন ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের অভিযানে দণ্ড দেয়া হয়। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
লামায় বালু উত্তোলনের দায়ে ২ জনের দণ্ড
Previous Articleবান্দরবানে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫
Related Posts
Add A Comment
