।। নাইক্ষ্যংছড়ি প্রতিবেদক,২৭ জুন ২০২৫।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স সন্দেহে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম মিজানুর রহমান (২৭)। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে তার মৃত্যু হয়।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের লেবুতলী গ্রামে অস্ত্রধারী সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স সন্দেহে মিজানুর রহমান (২৭) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে।
নিহত মিজানুর স্থানীয় বাসিন্দার আবদুশ শুক্কুরের পুত্র।
নিহতের ভাই মোহাম্মদ আলম বলেন, বৃহস্পতিবার বিকেলে লেবুতলীর আলী আকবর বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড আবদুর রহিম হঠাৎ পেছন থেকে এসে তার ভাই মিজানুর’কে ধারালো দা দিয়ে আঘাত করে। এরপর লাঠি দিয়ে মারধর করে কয়েকজন মিলে। মারধরের সময় হামলাকারীরা বলে আমাদের ৮টি অস্ত্র দেখিয়ে দিয়েছিস, এবার তোরে বাঁচতে দেবনা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমত নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের দাবী, গত সপ্তাহে আইনশৃঙ্খলা বাহিনীর একটি অভিযানে ৮টি অস্ত্র উদ্ধার হয়। অভিযানে সহায়তা করা ব্যক্তি সন্দেহে মিজানুরকে হত্যা করা হয়েছে। মূলত সোর্স ছিলো আনসার ভিডিপির সদস্য।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাশরুরুল হক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে সঙ্গে জড়িতদের তদন্ত করে আইনের আওতায় আনা হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সোর্স সন্দেহে নাইক্ষ্যংছড়িতে যুবককে কুপিয়ে হত্যা
Next Article বান্দরবানে এনটিভির বর্ষপূর্তি উদযাপন
Related Posts
Add A Comment
